চিকিৎসকদের মতে, ত্বকের যেকোনো সমস্যার সমাধান প্রাকৃতিক উপায়ে করার চেষ্টাই সবচেয়ে ভালো। এতে যদি বা সমস্যার সমাধান নাও পাওয়া যায়, অন্তত ত্বকের অন্যান্য সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা কম থাকে। জানেন কি, চোখের নিচে কালি কমাতে আপনি ভরসা রাখতে পারেন কলার খোসার উপর। যা দারুণ কার্যকর। কীভাবে? চলুন জেনে নেয়া যাক-
>> রেটিনলসমৃদ্ধ কলার খোসা ত্বকের প্রধান প্রোটিন কোলাজেনকে উদ্দীপিত করে।
>> কলা থেকে খোসা ছাড়িয়ে তার ভেতরের সাদা আঁশগুলো বার করে নিন। তারপর খোসাটিকে হাতের সাহায্যে খানিক গুঁড়িয়ে অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে মাখতে পারেন। এই মিশ্রণটি মেখে চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন করলে চোখের কালি দূর হবে নিমেষে। কলার খোসায় থাকা স্যালিসলিক অ্যাসিড চোখের নিচের দাগ-ছোপ থেকে মুক্তি দেয়।