কল্যাণ পার্টি ‘ওয়ান ম্যান ওয়ান পার্টি’ নয়’

মানবজমিন প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ০০:০০

বাংলাদেশ কল্যাণ পার্টি ‘ওয়ান ম্যান, ওয়ান পার্টি’ নয় বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীরপ্রতীক)। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। শহরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কল্যাণ পার্টির সম্মেলনের উদ্বোধন করেন কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন। এতে প্রধান বক্তা ছিলেন কল্যাণ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. শাহেদ চৌধুরী। কল্যাণ পার্টি এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সাবেক সেনা কর্মকর্তা মুহাম্মদ ইবরাহীম বলেন, ৭ বছর আগে এক নারী সাংবাদিক টেলিভিশনে আমাকে খোঁচা দিয়েছিলেন- ‘যে ওয়ান ম্যান, ওয়ান পার্টি’। গত পরশু কল্যাণ পার্টির প্রতিনিধি দল বঙ্গবভনে গিয়েছিলেন। যদি ওই সাংবাদিক ওই নিউজটি দেখতেন, নিশ্চই তিনি লজ্জা পাবেন যে, কল্যাণ পার্টি চেয়ারম্যান ছাড়াই মহামান্য  প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করে আসতে পারে।সম্মেলনে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোনো রাজনৈতিক দলে পদের দিকে মানুষের দৃষ্টি থাকে যে, আমাকে এই পদ দিলো বা আমাকে এই পদ দিলো না। আমি অনুরোধ করবো আপনারা এটাতে ভীত হবেন না। যতগুলো পদ দরকার, তার চেয়েও বেশি পদ আমাদের দলের গঠনতন্ত্রে আছে। আপনাদের সবাইকে সম্মানিত করা হবে। সবাইকে সম্মানিত করার মতো পদ আমরা পাবো। বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মাহমুদ খান, ভাইস চেয়ারম্যান ও  ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান সাকিব, যুগ্ম মহাসচিব তাহফিমুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি মো. আলাউদ্দিন সিদ্দিকী, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি নাসির আল মামুন, যুব কল্যাণ পার্টির সেক্রেটারি জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ফরিদ আহমেদ সাগর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. ওমর ইউছুফ খান, তাহসান আহমেদ জুবায়েল, সোহেল রানা।  সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কবিতা আবৃত্তি করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us