ত্বকের যত্নে যত কম পণ্য ব্যবহার করা যায় ততই ভালো।
ভারতের ‘ডিটুসি’ বিউটি এবং পার্সোনাল কেয়ার ব্র্যান্ড ‘আর্থ রিদম’য়ের প্রতিষ্ঠাতা, হরিণী শিবকুমার মনে করেন, ২০২২ সালে ত্বকের যত্নের প্রবণতা ‘লেস ইজ মোর’ বা অল্পই যথেষ্ট- এই পদ্ধতি অনুসরণ করবে এবং ত্বকের যত্নের রুটিনে কোমল উপাদান এবং কম পণ্য ব্যবহারের প্রবণতা বাড়বে।
করোনাভাইরাস মহামারীর আগে মেইকআপ এবং ‘স্কিন কেয়ার’ একই গতিতে চললেও বর্তমানে ‘স্কিন কেয়ার’রের প্রতি সকলের আগ্রহ বেড়েছে। ত্বক সুন্দর হলে বাড়তি মেইকআপ ব্যবহারের প্রয়োজনীয়তা কমে।
তাছাড়া মেইকআপ পণ্যের ব্যবহার কমালে ভাইরাসের সংক্রমণ কমাতেও ভূমিকা রাখে।