গত এক দশকে বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি সাধিত হয়েছে, তেমনি ভূরাজনৈতিক প্রভাবও বৃদ্ধি পেয়েছে। শান্তিকামী ও সহিষুষ্ণ জাতি হিসেবে বহির্বিশ্বে বাংলাদেশ তার নিজস্ব প্রভাব বিস্তারে সক্ষম হয়েছে। দ্বিপক্ষীয় অংশীদারিত্ব ও বহুপক্ষীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বের পরাশক্তিগুলোর প্রতিযোগিতা বৃদ্ধির সঙ্গে সাম্প্রতিক বছরে ভূরাজনৈতিক ও কৌশলগত দিক থেকে অবস্থানের সুবিধা কাজে লাগানোর অবস্থানে রয়েছে বাংলাদেশ।
বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে যে প্রতিযোগিতা স্পষ্ট, তাকে বিশেষজ্ঞরা 'নিউ গ্রেট গেম' কিংবা 'নিউ কোল্ড ওয়ার' নামে আখ্যায়িত করেছেন। বিশেষ করে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ খেলা নিয়ন্ত্রণে বাংলাদেশকে কিছু ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পড়তে হতে পারে। তবে ২০২২ সালে দেশের পররাষ্ট্রনীতির কথা চিন্তা করলে বৈশ্বিক শক্তি বিবেচনায় বাংলাদেশ তার চলমান প্রভাব বজায় রাখবে বলে আমি মনে করি।