করোনা ভাইরাসের নতুন ঢেউ, বিশেষ করে অমিক্রনের সংক্রমণ মোকাবেলা করার জন্য বাংলাদেশ সরকার সম্প্রতি কয়েকটি বিধি-নিষেধ ঘোষণা করেছে। এই বিধি-নিষেধ নিয়ে বেশ কয়েকটি চিঠি এসেছে। সেগুলো দেখবো একটু পরে, কিন্তু আজ শুরু করছি বাংলাদেশে সামরিক শাসন সংক্রান্ত একটি চিঠি দিয়ে।
ওয়ান-ইলেভেন বা ২০০৭ সালের ১১ই জানুয়ারি সামরিক হস্তক্ষেপের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পনেরো বছর পূর্তি হল। পুরো ঘটনা নিয়ে বিতর্ক এখনো থামে নি। সে বিষয়ে লিখেছেন দিনাজপুরের পার্বতীপুর থেকে মেনহাজুল ইসলাম তারেক:
''আমার মতে, বিএনপির রাজনৈতিক দূরদর্শিতার অভাব আর অতি মাত্রায় ক্ষমতার লোভই ১/১১-র প্রেক্ষাপট তৈরি করেছিল। ওয়ান ইলেভেন এই জাতির জন্য আশীর্বাদ আর পরিবারতন্ত্রের জন্য অভিশাপ হয়ে এসেছিলো ঠিকই, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা তার সুফল ধরে রাখতে পারিনি।
''আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের একটা পরিবর্তন আসা খুব দরকার। রাজনীতিকদের বিশ্বাস করতে হবে যে, রাজনীতির অর্থ নিজের ভাগ্য নিজে পরিবর্তন করা নয়।