‘মাস্ক পরে নামাজে আসুন’ ঘোষণা মসজিদের মাইকে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ১৩:১৫

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণরোধে মুসল্লিদের প্রত্যেককে মাস্ক পরে মসজিদে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) জুমার নামাজের আজানের আগে মসজিদ এমন ঘোষণা দেওয়া হয়। রাজধানীর পুরান ঢাকার লালবাগসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে তারাও কয়েকদফা মাইকে মাস্ক পরে মসজিদে যাওয়ার অনুরোধ জানানোর ঘোষণা শুনেছেন।


সরেজমিন মসজিদে দেখা গেছে, বিভিন্ন মসজিদের প্রবেশমুখে কমিটির সদস্যরা দাঁড়িয়ে মুসল্লিদের মুখে মাস্ক রয়েছে কি না, তা দেখছেন। আজিমপুর নতুন পল্টন এলাকার বাসিন্দা সারওয়ার আলম বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে সংক্রমণ বাড়ছেই। সংক্রমণরোধে সরকার সব সময় মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১১ দফা নির্দেশনা দিয়েছেন। সচেতন মানুষ হিসেবে সবার সরকারি নির্দেশনা মেনে চলা উচিত। গত বছর অর্থাৎ ২০২১ সালে বছর শুরুর পর তৃতীয় সপ্তাহ পর্যন্ত করোনার সংক্রমণের হার ২ শতাংশের কম ছিল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us