বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চল নদী বেষ্টিত হলেও এ অঞ্চলে সড়ক পথে যোগাযোগ উন্নয়নে আমূল পরিবর্তন ঘটেছে। তবে সড়ক পথে যোগাযোগে উন্নয়ন ঘটলেও এই অঞ্চলে নৌপথে যাতায়াতই বেশি। বিশেষ করে ঢাকার সাথে। এজন্য দিনে দিনে বেড়েই চলেছে বিলাসবহুল লঞ্চে যাত্রীদের যাতায়াতের চাপ। অন্যদিকে যাত্রীর চাপ বাড়লেও কমেছে যাত্রীসেবার মান।
যাত্রীদের নিরাপত্তাহীনতা, খুন, দায়িত্বে অবহেলা, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, নৌ দূর্ঘটনাসহ নানা কারণে দিনে দিনে বাড়ছে লঞ্চ মালিক-স্টাফদের বিরুদ্ধে মামলার সংখ্যা। এসব মামলা বিচারাধীন থাকলেও শুধরানোর কোন নাম নেই লঞ্চ মালিকদের।
বরিশাল অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বরিশাল-ঢাকা নৌ রুটে কাগজ কলমে ২২টি লঞ্চের নাম থাকলেও বর্তমানে ১৮টি লঞ্চ চলাচল করছে। এর মধ্যে ৪টি লঞ্চ বর্তমানে চলাচল বন্ধ রেখেছে। এ ছাড়া ১০টি ভায়া লঞ্চ এ রুটে চলাচল করে।