রেলস্টেশনের নাম তো নয়, যেন আস্ত একটা পরিবার! কোনো স্টেশনের নাম সালি, কোনোটার নাম আবার বাপ, আবার কোনোটার নাম নানা! ভারতে এমন কিছু রেলস্টেশন আছে যেগুলোর নাম শুনলে পেটে খিল ধরার মতো অবস্থা হবে। শুনে হয়তো ভাববেন, এমনো নাম হতে পারে!
শুরু করা যাক ‘বিবিনগর’ দিয়ে। এই রেলস্টেশনটি তেলঙ্গানার ভবানীগড় জেলায়। বিবির পর এ বার শালির পালা! হ্যাঁ, বউ, শালি, বাপ, ঠাকুরদা- কে নেই এই নামের তালিকায়। রাজস্থানের রাজধানী জয়পুর ডিভিশনে একটি স্টেশন আছে যার নাম ‘সালি’। এই স্টেশনের আজব নাম নিয়ে যাত্রীদের মধ্যে কত হাসি-ঠাট্টাই না হয়।