করোনার নতুন ধরন ওমিক্রনে টালমাটাল বিশ্ব। দক্ষিণ আফ্রিকার এই ধরনকে পাশ কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজে শুরু হওয়া এবারের আসরটি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। প্রথম দিনেই মাঠে নামছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
দিনের অপর ম্যাচে গায়ানার জর্জটাউনে মুখোমুখি হবে স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। উভয় ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল রবিবার প্রথম ম্যাচে মাঠে নামবে শক্তিশালী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। বাংলাদেশের যুবাদের গ্রুপ পর্বে বাকি ম্যাচ ২০ জানুয়ারি কানাডা, ২২ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে।