মুসলমান ও দলিতদের পাশাপাশি ভারতে ধর্মবাদী আক্রমণের নতুন শিকার খ্রিষ্টানরা। নাটকীয়ভাবে দেশজুড়ে তাদের পরিচালিত স্কুল ও গির্জায় ভাঙচুর বেড়ে গেছে। খ্রিষ্টানদের সংখ্যাবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে একের পর রাজ্যে আসছে ধর্মান্তরকরণবিরোধী আইন।
বিজেপিঘনিষ্ঠ বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, মিশনারিগুলো জোর করে খ্রিষ্টান বানাচ্ছে গরিবদের। তবে আক্রমণের সুনামি দেখে মনে হচ্ছে ধর্মের পাশাপাশি এতে জড়িয়ে আছে রাজনীতিও। খ্রিষ্টান ভোটারদের মধ্যে সরকারবিরোধী রাজনীতির প্রতি সমর্থনই তাঁদের সাম্প্রতিক দুর্দশার বড় কারণ কি না, সে প্রশ্ন উঠেছে।