নাঙ্গলকোটে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৪০ শিশু আহত

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ২২:৪৯

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বেলুন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরনে প্রায় ৪০ জন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ও গুরুতর ৬ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোকরা ইউনিয়নের বিরলি গ্রামে মাঠে এ ঘটনা ঘটে।


নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।


আহতদের মধ্যে কয়েকজন শিশুকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং অপেক্ষাকৃত গুরুতরদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


স্থানীয়রা জানান, বিরলি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৪০) নিজ বাড়ির উঠানে গ্যাস বেলুন বিক্রি করতেন। আগামীকাল থেকে পাশের হাসানপুর গ্রামের মাঠে মাঘ মাসের মেলা হওয়ার কথা। মেলা উপলক্ষে আজ বিকেলে তিনি বেলুনে গ্যাস ভরছিলেন। এ সময় স্থানীয় শিশুরা তার চারপাশে ভিড় করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us