ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগের কমিটি গঠন না হওয়ায় পদপ্রত্যাশীদের তোপের মুখে পড়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
হল কমিটি গঠন নিয়ে অসহযোগিতার অভিযোগে পদপ্রত্যাশীরা এ দুই কেন্দ্রীয় নেতার সঙ্গে বাক্বিতণ্ডায় জড়ালে চলতি মাসের মধ্যেই তাঁরা কমিটি গঠনের আশ্বাস দেন বলে জানা গেছে।
ছাত্রলীগের একাধিক হলের পদপ্রত্যাশী নেতারা বলেছেন, গতকাল বুধবার রাত সাড়ে নয়টার গিকে তাঁরা কমিটি গঠন নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা হল কমিটির বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা চাইলে সাদ্দাম তাঁদের লেখক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে বলেন। পরে রাত ১২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে লেখক ভট্টাচার্যের বাসায় যান তাঁরা। পরে আল নাহিয়ান খান ও লেখক তাঁদের নিয়ে আলোচনার জন্য টিএসসি এলাকায় যান। সেখানে তাঁদের মধ্যে দেড়-দুই ঘণ্টা আলোচনা হয়। এ সময় তর্কাতর্কিও হয়েছে। পরে আল নাহিয়ান ও লেখক চলতি মাসের মধ্যেই কমিটি গঠনের আশ্বাস দেন।