চীনে ফার্স্টফুড চেইন কেএফসি’কে বয়কটের ডাক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ২০:৫১

খাবারের বিক্রি বাড়াতে চীনের খেলনা প্রস্তুতকারী কোম্পানি পপ মার্টের সঙ্গে মিলে কেএফসি গত সপ্তাহে নতুন একটি ‘প্রমোশনাল অফার’ বাজারে এনেছে।চায়না কনজ্যুমার অ্যাসোসিয়েশনের (সিসিএ) পক্ষ থেকে বলা হয়, ওই প্রমোশনাল অফারের লোভে কিছু ক্রেতা পাগলের মতো খাবার কিনবে।পপ মার্টের খেলনা ‘রহস্যময় বাক্স’ শিশুদের কাছে বেশ জনপ্রিয়।


বিবিসি জানায়, কেএফসি নতুন প্রমোশনে ক্রেতারা তাদের একটি ‘সেট মিল’ প্যাকেজ কিনলে বড় বড় চোখ এবং গোলগাল মুখের ‘ডিমো ডল’ এর লিমিটেড এডিশন নিতে পারবে।সিসিএ-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কেএফসি ‘লিমিটেড এডিশন ব্লাইন বক্স’ দেওয়ার মাধ্যমে ক্রেতাদের অযৌক্তিকভাবে তাদের নির্ধারিত খাবার কিনতে উৎসাহিত করছে।ওই খেলনা পেতে ক্রেতাদের একবারে কেএফসির সেট মেন্যুর শতাধিক প্যাকেট কিনতে হবে। যাতে ব্যয় ১০ হাজার ইয়ানের বেশি (১,৬৪৯ মার্কিন ডলার)। সেক্ষেত্রে হয় লোকজন অন্যদেরকে অর্থ দিয়ে বলবে তাদের জন্য খাবার কিনতে, নতুবা তারা খাবার কিনে ফেলে দেবে।”চীনে কেএফসির প্রথম আউটলেট প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকীতে নতুন ওই প্রমোশন চালু করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us