পেছনে ময়লা জমা রুগ্ন দেয়াল। তার মাঝে নানা আঁচড়, সেসব আঁচড়ে কারো প্রতিচ্ছবি। দেয়ালের সামনে বসে রয়েছে এক যুবক। তার পরনে নীলচে পোশাক। যেটা সাধারণত মানসিক রোগীদের পরানো হয়। একেবারে ছোট করে ছাঁটা চুল, চোখে-মুখে আতঙ্ক, অসহায়ত্ব আর ক্ষোভের ছাপ। তার হাতে এক তরুণীর ছবি।
উপরের বর্ণনাটি একটি সিনেমার পোস্টারের। নাম ‘নূর’। আর যে যুবক পোস্টারে দেখা দিয়েছেন, তিনি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। নূরের রূপে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি!