শুধু কেতাবে নয়, গরুটা যেন গোয়ালেও থাকে

বাংলা ট্রিবিউন প্রভাষ আমিন প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ১৭:৩৬

সমুদ্রের ঢেউ তো সবাই দেখেছেন। বড় বড় ঢেউ আসে, তারপর তীরে এসে মিলিয়ে যায়। শান্ত সমুদ্রে ছোট হলেও ঢেউ থাকে। তবে অশান্ত সমুদ্রের ঢেউ সৃষ্টি করতে পারে জলোচ্ছ্বাস, যা ভাসিয়ে নিতে পারে জনপদ। কখনও সুনামি এসে মুহূর্তেই লন্ডভন্ড করে দিতে পারে সবকিছু। করোনার আচরণ অনেকটা সমুদ্রের মতো। ঢেউয়ের মতো করে আসে, আবার মিলিয়ে যায়; কখনও জলোচ্ছ্বাস আবার কখনও সুনামি হয়ে ভাসিয়ে নেয় সবকিছু।


২০১৯ সালের শেষ দিনে চীনের উহানে ধরা পড়া করোনাভাইরাস গত দুই বছরের বেশি সময়ে গোটা বিশ্বকেই প্লাবিত করেছে। করোনার ঢেউ একেক সময় একেক এলাকাকে ভাসিয়ে নিয়েছে- কখনও জলোচ্ছ্বাসের মতো, কখনও সুনামি হয়ে। এই দুই বছরে করোনা বারবার তার রূপ বদলেছে। এখন গোটা বিশ্ব করোনার ওমিক্রন ধরনে আতঙ্কিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us