যে কারণে ঘরের শত্রু হলেন বিভীষণ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ১৫:৫৮

‘ঘরের শত্রু বিভীষণ’ এ কথাটা অনেকেই শুনেছেন। আত্মীয়-স্বজন বা কাছের মানুষদের কাছ থেকে কোনো কষ্ট পেলেই আমরা চট করে বলে ফেলি বিভীষণের কথা। তবে প্রশ্ন হচ্ছে, কে এই বিভীষণ? কেনই বা তিনি সবার ঘরের শত্রু হতে গেলেন? কী করেছিলেন তিনি?


রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রাবণ। রাবণের ছোট ভাই হলো বিভীষণ। বিশ্রবা মুনির তিন ছেলে হলেন রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ। তাদের একটি ছোট বোনও ছিল, নাম তার শূর্পনখা। তাদের মা কৈকসী ছিলেন সুমালী রাক্ষসের মেয়ে। কৈকসীর আরেক নাম নিকষা। সুমালী নিজে তার মেয়ে নিকষাকে বিশ্রবা মুনির কাছে পাঠিয়েছিল। কারণটি অবশ্য তেমন মহৎ কিছু ছিল না।


সুমালীরা ছিল তিন ভাই। মাল্যবান, সুমালী ও মালী। তিনজন মিলে একবার সুমেরু পর্বতে কঠোর তপস্যা শুরু করে দেয়। তাদের সে তপস্যায় সন্তুষ্ট হন ব্রক্ষ্মা। খুশি হয়ে তিনি তিন ভাইকে তিনটি বর দেন- তারা হবে অজেয়, শত্রুহন্তা ও চিরজীবী। মানুষ হোক বা রাক্ষস, এক জীবনে আর কী লাগে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us