স্বামী নৌকার সমর্থন করায় স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ১৫:২৮

পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বামী নৌকার সমর্থন করায় এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। বুধবার (১২ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধূ তার তিন মাসের সন্তানকে নিয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই গৃহবধূ তার বাড়িতে সন্তানসহ একা ঘুমিয়েছিলেন। এসময় কয়েকজন যুবক ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। কয়েকজন ওই গৃহবধূর মাথায় আঘাত করেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। বাকিরা মালামাল লুট করে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তারা পালিয়ে যান। ওই গৃহবধূ বলেন, ‘আমার স্বামী নৌকার সমর্থক হওয়ায় তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রাতে আমাকে একা পেয়ে স্থানীয় লালন, জাহাঙ্গীর ফারাজী ও মামুন হাওলাদার মারধর করেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। আরও কয়েকজন ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার নিয়ে যান। আমি এ ঘটনার বিচার চাই।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us