ট্রাক বিকলে একদিন বন্ধের পর আমদানি-রফতানি শুরু

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ১১:৫৫

ভারতের অভ্যন্তরে স্থলবন্দরের প্রধান সড়কে ট্রাক বিকলের কারণে একদিন বন্ধের পর পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়। এর আগে ট্রাক বিকলের কারণে বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আনা-নেওয়া বন্ধ হয়ে যায়।  


বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার সকাল সাড়ে ১১টায় আমদানিকৃত পাথরবাহী একটি ট্রাক দেশে প্রবেশের সময় সীমান্তের শূন্যরেখার ভারত অংশে বিকল হয়ে যায়। বন্দরের একমাত্র সড়কে ট্রাক বিকল হয়ে যাওয়ায় ওই সময় থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। মিস্ত্রি এসে বিকল ট্রাকটি মেরামতের চেষ্টা চালালেও সারাদিনেও সেটি মেরামত করতে পারেনি। এর ফলে গতকাল সারাদিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। তবে বিকাল সাড়ে ৩টার দিকে বিকল্প উপায়ে শুধুমাত্র পেঁয়াজবোঝাই কয়েকটি ট্রাক দেশে পৌঁছেছে। রাতের মধ্যে বিকল ট্রাকটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়ায় বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা থেকে বন্দর দিয়ে ট্রাক আসা-যাওয়া শুরু হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us