‘সিট খালি নেই’ অবস্থায় যখন কোনো নারী বাসে উঠে পড়েন, তখন তিনি যেমন একটি খালি সিটের আশায় চারপাশে চোখ ঘোরান, তেমনি অনেকটা আশাও করেন কোনো পুরুষ তাঁর নিজের সিটটি ওই নারীর জন্য ছেড়ে দেবেন বিনা দ্বিধায়। বাসে আর সব ঘটনার সমান্তরালে রোজ এ দৃশ্য়টা পরিচিত।
বাসে নারীর নানা হয়রানির চিত্রের পাশাপাশি এ চিত্রটিও কিন্তু সত্য যে, কোনো নারীকে দাঁড়িয়ে থাকতে দেখলে অনেক পুরুষই নিজের সিটটি ছেড়ে দেন অনায়াসে। অথচ যে পুরুষ আমাদের জন্য তাঁর নিজের সিট ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যাত্রা করেন, তাঁকে অনেক সময় ধন্যবাদটুকুও আমরা অনেকে দিই না; বরং চোখে-মুখে এমন ভাব নিয়ে থাকি–এটাই তো হওয়ার কথা। কারণ, আমি তো নারী; সুবিধা, নিয়মকানুনে ঢিলেভাব আমারই প্রাপ্য!