বিচারঙ্গনে আইনজীবীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলে তারও বিচার হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন। তিনি বলেছেন, ‘কোনো আইনজীবীর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে আমরা কি না করেছি? যদি অভিযোগ আসে তারও বিচার হবে। সে বিচার বার কাউন্সিল কর্তৃপক্ষ করবে।’ গতকাল বুধবার সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি পদাধিকার বলে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিলেরও চেয়ারম্যান।
দায়িত্ব নিয়েই প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অনিয়ম-দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি ‘প্রাথমিক অনুসন্ধান’ কমিটি গঠন করে দেন। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক)মো. আবদুর রহমান এবং ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. মিজানুর রহমানের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। এক সপ্তাহের মাথায় এ কমিটি প্রধান বিচারপতির কাছে প্রাথমিক একটি প্রতিবেদন দিয়েছে বলে জানা গেছে। সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই আইনজীবীদের অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন এ এম আমিন উদ্দিন।