ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার জেলা শহরে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছে। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬৯ জন ভ্যাকসিনসহ চিকিৎসা নিয়েছে। আহতদের সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার পর থেকে মধ্যপাড়া, নয়নপুর, পুনিয়াউট, পৈরতলাসহ কয়েকটি এলাকায় পথচারীদের কামড়ায় পাগলা কুকুর। আহতরা একে একে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা নিতে শুরু করে।
দুপুর ২টার পর উত্তেজিত জনতা পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, পাগলা কুকুরটি পৌর এলাকার কয়েকটি স্থানে লোকজনকে কামড়ায়।