পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী কয়েকটি রাজনৈতিক দল ইসি গঠনে আইন প্রণয়ন এবং সে আইনে একটি সাংবিধানিক কাউন্সিল গঠনের বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছেন।
সাংবিধানিক কাউন্সিল গঠনে প্রস্তাবকারী রাজনৈতিক দলগুলো হলো-ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, খেলাফত আন্দোলন ও গণতন্ত্রী পার্টি। যাদের নিয়ে সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে, তারা হলেন-প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদে বিরোধী দলের নেতা, প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল। সাংবিধানিক কাউন্সিলের মতামত বা সুপারিশের আলোকে সাংবিধানিক পদে নিয়োগদানের নজির পৃথিবীর একাধিক দেশে রয়েছে। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পদে নিয়োগদানে সাংবিধানিক কাউন্সিল গঠন কেন প্রয়োজন, তা আলোচনা করাই এ নিবন্ধের উদ্দেশ্য।