নায়ক হিসেবে বলিউডে অভিষেকের আগে একটি রোগাপাতলা ছেলেকে বডি বিল্ডিংয়ের নানা টিপ্স দিয়েছিলেন সুপারস্টার সালমান খান। সে সময় অনেকেই ওই ছেলেটিকে চিনতেন অভিনেতা তথা প্রযোজক-পরিচালক রাকেশ রোশনের পুত্র বলে। তবে ২০০০ সালে ওই রোগাপাতলা ছেলেটির ‘কাহো না প্যায়ার হ্যায়’ মুক্তির পর সে ছবিই উল্টে গিয়েছিল। রাকেশকেই লোকজন ‘হৃত্বিক রোশনের বাবা’ বলে পরিচয় দিতে শুরু করেন।
‘কাহো না প্যায়ার হ্যায়’ মুক্তির পর রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন হৃত্বিক। শাহরুখ, আমির এবং সালমান- বলিউডের তিন খানের রাজত্বেও থাবা বসিয়েছিলেন তিনি। এর আঁচ নাকি পড়েছিল হৃত্বিক এবং সালমানের বন্ধুত্বেও। অন্তত বলিউডের অন্দরে তেমনই জল্পনা। ২০০০ সালের আগে থেকেই সালমানের সঙ্গে বন্ধুত্ব হৃত্বিকের। বন্ধুত্বের চেয়েও তাদের মধ্যে খানিকটা গুরু-শিষ্যের সম্পর্ক ছিল। বলিউডের অন্দরের অনেকেই এ কথা বলেন।