গেমিং কিবোর্ডে সাধারণত নানান রঙের ব্যাকলাইট থাকে বাটনগুলোতে, যা আপনাকে অন্ধকারেও স্বাচ্ছন্দ্যে টাইপ করতে হেল্প করে। পাশাপাশি ইচ্ছেমতো এই ব্যাকলাইট বাড়িয়ে কমিয়ে নেয়া যায়। সাধারণ কিবোর্ডে তা থাকে না।
গেমিং কিবোর্ড বানানো হয়েছে আরগোনমিকস মেনে। ফলে এগুলো খুবই আরামদায়ক ও গেইমের সময় স্বাচ্ছন্দ্যে গেম খেলতে সাহায্য করে।
গেমিং কিবোর্ডের রেস্পন্স টাইম সাধারণ কমদামী কিবোর্ড থেকে অনেক কম বলে এটি আঙ্গুলের অল্প চাপেই কাজ করে, ফলে মাল্টিপ্লেয়ার গেমিংয়ে খুবই সহায়ক! উদাহরণ হিসাবে রেজার ব্লাকউইডোর রেসপন্স টাইম ১ মিলি সেকেন্ড!