জানি না করোনা ও ওমিক্রন নিয়ে আমরা কিছুটা তামাশা করছি না। করোনার পাশাপাশি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক করা হচ্ছে। টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু অনেকেই বিষয়টা গুরুত্ব দিচ্ছে না। বরং স্বাস্থ্যবিধি না মানার তীব্র প্রতিযোগিতাই স্পষ্ট। দেশের শহর, বন্দর, গ্রামে যেখানেই তাকাবেন জনসমাবেশ দেখে বোঝার উপায় নেই দেশে করোনার আতঙ্ক রয়েছে। মেলা হচ্ছে। সেখানে স্বাস্থ্যবিধি উধাও।
কক্সবাজারসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়। নির্বাচনি মিছিল সমাবেশ হচ্ছে, সেখানেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সরকার ঘোষণা দিয়েছে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হলে করোনার টিকা নিতে হবে। রাজধানীর একটি নামকরা স্কুলের সামনে করোনার টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের ছবি দেখে একটা প্রশ্নই মনে হলো– এই যে করোনার টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীরা জনসমাবেশে দাঁড়িয়েছে, তারা কি টিকা নেওয়ার আগে শঙ্কামুক্ত থাকবে। দেশে চলছে ইউপি নির্বাচন। কোথাও স্বাস্থ্যবিধি মানার লক্ষণ নেই। অথচ ভোটের সভা, সমাবেশে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করা গেলে একটা কাজের কাজ হতো। নিদেনপক্ষে সবার মুখে মাস্ক তুলে দেওয়ার নিয়ম চালু করা গেলে মাস্ক পরার ক্ষেত্রে একটা সচেতন দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যেতো।