পোল্যান্ডে করোনায় ‍মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াল

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ১৩:১৬

মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডে করোনায় মোট মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিয়েদজিলস্কি।


মঙ্গলবার দেশটির টেলিভিশন চ্যানেল টিভিএন ২৪ কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ আমরা একটি দুঃখজনক মাইলফলক অতিক্রম করলাম। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা আজ ১ লাখ ছাড়িয়েছে।’


এদিকে, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জরিপ প্রকল্প ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’-র তথ্য অনুযায়ী, গত সপ্তাহে করোনায় যেসব দেশে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিল পোল্যান্ড; দেশটিতে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গত সপ্তাহে করোনায় মারা গেছেন ৫৭ জনেরও বেশি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ায় এই সংখ্যা ছিল ৩৮ এবং তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ছিল ৩৪ জন।


গত বছরের শুরু থেকে ইউরোপের দেশগুলোতে টিকাদান কর্মসূচি শুরু হলেও এখন পর্যন্ত তাতে আশনুরূপ সাড়া মিলছে না। সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮ টি দেশে করোনা টিকার দুই ডোজ নিয়েছেন মাত্র ৬৮ দশমিক ৭ শতাংশ মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us