গার্মেন্টসপণ্য কেনাবেচায় ‘ফেব্রিক লাগবে’ অ্যাপের উদ্বোধন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ১৫:৪১

টেক্সটাইল ও রেডিমেট গার্মেন্টস কারখানায় ব্যবহৃত যাবতীয় পণ্য ক্রয়-বিক্রয়, ট্রেডিং এবং সাপ্লাইয়ে বাংলাদেশে প্রথম ও একমাত্র ডিজিটাল মার্কেট প্লেস ‘ফেব্রিক লাগবে’  মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ অ্যাপের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ‘ফেব্রিক লাগবে’ লিমিটেডের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. নাজমুল ইসলাম, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাজিয়া সুলতানা, আইটি ডিপার্টমেন্টের প্রধান রাকিব প্রমুখ।


সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্লাটফর্মটি মূলত টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ খাতের সমন্বয়ে বি-টু-বি ধরনের। যেখানে বিক্রেতা তার পণ্য (রেডিমেড গার্মেন্টস, কাপড়, সুতা, তুলা, ট্রিমস অ্যান্ড এক্সেসরিজ, সাইজিং, ডাইং প্রসেসিং, কেমিক্যাল, মেশিনারিজ) সরসারি বায়ারের কাছে কোনো ঝামেলা ও মধ্যস্বত্বভোগী ছাড়া নগদে বিক্রয় করতে পারবেন। অন্যদিকে ক্রেতা তার পছন্দমতো পণ্য উৎপাদনকারীর কাছ থেকে মধ্যস্বত্বভোগী ছাড়া সুলভ মূল্যে, সঠিক মাপে এবং গুণগত মান নিশ্চিত করে সরাসরি পণ্য কিনতে পারবেন। অ্যাপে উভয়পক্ষের জন্য বিড-এর অপশন আছে। এর আওতায় বিক্রেতা তার পণ্যটির সম্পূর্ণ বর্ণনা দিয়ে ‘ফেব্রিক লাগবে’ মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অ্যান্ট্রি করে বিড-এর জন্য লাইভ করতে পারবেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us