চট্টগ্রাম-কুয়েত সরাসরি ফ্লাইট চালু

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ১০:৫৬

এবার চট্টগ্রাম-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট শুরু করছে কুয়েতভিত্তিক বিমান সংস্থা জাজিরা এয়ারওয়েজ। আগামী ২৪ জানুয়ারি থেকে প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল করবে এই রুটে। পরে যাত্রী বাড়লে বাড়ানো হবে ফ্লাইটের সংখ্যা।  


৬ ঘন্টা ৫০ মিনিটের এই যাত্রায় বিমান ভাড়া হচ্ছে সর্বনিম্ন সাড়ে ৩৪ হাজার টাকা। এর ফলে চট্টগ্রাম থেকে কুয়েত গিয়ে সেখান থেকে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কম খরচে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।


জাজিরা এয়ারওয়েজ বাংলাদেশে যাত্রীবাহি ফ্লাইট পরিচালনা করছে গ্যালাক্সি বাংলাদেশ লিমিটেড। জানতে চাইলে প্রতিষ্ঠানটির চট্টগ্রামের প্রধান আসিফ চৌধুরী কালের কণ্ঠকে বলেন,  আমরা মাত্র ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছি; এরইমধ্যে প্রথম ফ্লাইটের ১৭২ যাত্রী কনফার্ম টিকেট কিনেছেন। এত সাড়া আমরাও চিন্তা করিনি। এরকম যাত্রী সাড়া থাকলে আগামীতে ফ্লাইট বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us