জাপানে কর্মসংস্থানে পিছিয়ে বিদেশী শিক্ষার্থীরা

বণিক বার্তা প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ০২:২০

জাপানে পড়াশোনা শেষ করে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন বিদেশী শিক্ষার্থীরা। এজন্য নিয়োগ কার্যক্রমে দেশী শিক্ষার্থীদের অংশগ্রহণ ও প্রাধান্যকে দুষছেন গবেষক ও সংশ্লিষ্টরা। খবর কিয়োদো নিউজ।


২০২১ সালের মার্চে জাপানের গ্র্যাজুয়েট স্কুল থেকে দুই বছরের কোর্স সম্পন্ন করেছিলেন ২০ বছর বয়সী তাইওয়ানের এক নারী। এরপর ডিসেম্বরে টোকিওতে অবস্থিত বিদেশী প্রতিষ্ঠানে যোগদান করেন। তার পছন্দের জায়গা হিসেবে অর্থ ব্যবস্থাপনা বিভাগেই কাজ শুরু করেন। তবে তার সঙ্গে পাস করা অনেকেই আরো দুই বছর আগে কর্মজীবনে প্রবেশ করেছেন।


পড়াশোনা শুরুর আট মাস পর ২০১৯ সালের ডিসেম্বরে তিনি দেখতে পান, তার সমবয়সী অনেকেই স্নাতক শেষে চাকরি খুঁজে পেয়েছেন। এরপর তিনি ৮০টি প্রতিষ্ঠানে আবেদন করলেও কেউ তাকে নিয়োগ দেয়নি। সমবয়সীদের তুলনায় দুই বছর পর একটি নতুন প্রতিষ্ঠানে কাজ শুরু করলেও অর্থ ব্যবস্থাপনা বিভাগে কাজ করার স্বপ্ন পূরণ না হওয়ায় তিনি কর্মস্থল ত্যাগ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us