করোনার কারণে গত বছর বন্ধ ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ বছর পূর্বাচলের নতুন ভেন্যুতে মাসব্যাপী এ মেলা শুরু হয়েছে বছরের শুরুর দিনটি থেকে। মেয়াদের এক-তৃতীয়াংশ গড়াতেই এটির ভাগ্য নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সোমবার ১১ দফা নির্দেশনা দিয়ে করোনার নতুন বিধিনিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয় ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ বন্ধ রাখতে হবে।’
বিভিন্ন ক্ষেত্রে করোনার প্রতিরোধী টিকার সনদ প্রদর্শন করা বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে এ প্রজ্ঞাপনে।