You have reached your daily news limit

Please log in to continue


অক্সিজেনের মাত্রা কমতে থাকলে যা করবেন

সাধারণত একজন সুস্থ মানুষের দেহে অক্সিজেনের মাত্রা ৯০ থেকে ১০০ শতাংশ থাকা উচিত। ৯০–এর নিচে নেমে গেলেই জটিলতা হতে থাকে। কোভিড-১৯ সংক্রমণে অনেকেরই রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। দেশে চিকিৎসাসুবিধা পর্যাপ্ত নয়। হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সংকট রয়েছে। এ রকম অবস্থায় আক্রান্ত হলে এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে টের পেলে কী করবেন, রোগী বা তাঁর স্বজনেরা বুঝে উঠতে পারেন না।

যেভাবে বুঝবেন অক্সিজেন কমে যাচ্ছে কি না
* মাথাব্যথা
* শ্বাসকষ্ট
* হৃৎস্পন্দন দ্রুত ওঠানামা করা
* কাশি
* মাথা ঝিমঝিম করা

এই কোভিডকালে অনেকেই বাসায় পালস অক্সিমিটার রাখছেন। অক্সিমিটার দিয়ে নিয়মিত রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে জেনে নিন সবর্শেষ অবস্থা। অক্সিমিটার না থাকলে ওপরের লক্ষণগুলো দেখলে বঝুবেন, রোগীর অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন