ভোক্তা-প্রযুক্তি জগতের ইতিহাসে সম্ভবত সবচেয়ে আত্মবিশ্বাসী, ভবিষ্যৎদ্রষ্টা ও যুগান্তকারী ঘোষণার দেড় দশক পেরোলো সম্প্রতি। ১৫ বছরে পা দিল আইফোন।
“কখনো কখনো এমন সব পণ্য আসে যা বদলে দেয় গোটা দুনিয়া। ১৯৮৪ সালে আমরা এনেছিলাম ম্যাকিনটশ। এটি যে কেবল অ্যাপল কে বদলে দিয়েছিল তা নয়, এটা গোটা কমপিউটিং বিশ্বকে বদলে দিয়েছিল। ২০০১ সালে আমরা এনেছি আইপড। এটা যে কেবল আমাদের গান শোনার অভ্যাস বদলে দিয়েছে তা নয়, এটা গোটা সংগীত দুনিয়াকে বদলে দিয়েছে। আজ আমরা ওই মানের যুগান্তকারী তিনটি পণ্যের উন্মোচন করতে যাচ্ছি।”
২০০৭ সালের ৯ জানুয়ারি স্যান ফ্রান্সিসকোর মসকোন কনভেনশন সেন্টারে এভাবেই নিকট ভাবষ্যতের আইফোনের বর্ণনা দিয়েছিলেন সে সময়ের অ্যাপল প্রধান স্টিভ জবস। মঞ্চে উঠেই তিনি ঘোষণা করেছিলেন- “আজ আমরা সবাই মিলে ইতিহাস তৈরি করবো।”