শিশুর হাতে একসঙ্গে ৩ টিকা!

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ১৯:১৭

জামালপুরে সপ্তম শ্রেণির ছাত্র মো. রাহিমকে এক দিনে করোনার তিন ডোজ ফাইজার টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এক দিনে তিন ডোজ টিকা দেওয়ার ঘটনায় একদিকে ওই শিশুটিকে নিয়ে পরিবারের স্বজনরা বেশ শঙ্কায় রয়েছেন, অন্যদিকে জেলা স্বাস্থ্য বিভাগেও এ ঘটনা নিয়ে বেশ তোলপাড় চলছে।  আজ সোমবার সকালে জামালপুর শহরের মির্জা আজ অডিটরিয়াম টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে। শিশু রাহিম স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে রয়েছে। রাহিম ও তার স্কুলের একজন শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত টিম গঠন করেছেন জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।  তিন ডোজ টিকা নেওয়া শিশু মো. রাহিম জামালপুর শহরের বগাবাইদ এলাকার সিএনজিচালক শাকির হোসেনের ছেলে। রাহিম স্থানীয় বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বয়স প্রায় ১৩ বছর। 


প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য আজ সোমবার সকাল ১০টায় শিশু রাহিমসহ বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থীকে নিয়ে দুজন শিক্ষক জামালপুর শহরের মির্জা আজম অডিটরিয়াম টিকাকেন্দ্রে যান। শিশুদের টিকা দেওয়ার সময় ওই দুই শিক্ষক তখন টিকাকেন্দ্রের বাইরে ছিলেন। এরই মধ্যে জানাজানি হয় শিশু রাহিমের বাম বাহুতে পরপর তিন ডোজ টিকা দেওয়া হয়েছে। অন্য শিক্ষার্থীদের সাথে রাহিম তার স্কুলে গিয়ে তাকে তিন ডোজ টিকা দেওয়ার কথা জানায়। জানা গেছে, বিষয়টি শোনার পর সহকারী শিক্ষিকা নাজমুন নাহার শেলী ভুক্তভোগী রাহিমকে নিয়ে দ্রুত ওই টিকাকেন্দ্রে গেলে তার সাথে স্বাস্থ্যকর্মীদের বেশ তর্কবিতর্ক হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us