You have reached your daily news limit

Please log in to continue


ফর্মহীন কোহলি বললেন 'নতুন করে কিছু প্রমাণের নেই'

 দুই বছর হয়ে গেছে, ব্যাটে রান নেই। সেই ২০১৯ থেকে কোনো সেঞ্চুরি করতে পারেননি বিরাট কোহলি। বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটারের ফর্ম ক্রমেই তলানির দিকে। এর মধ্যে গত টেস্টের দুই ইনিংসে অফ স্টাম্পের অনেক বাইরের বলে অহেতুক খোঁচা মেরে আউট হয়েছেন। শুধু তাই নয়, গত বছর বিদেশের মাটিতে শেষ ১০ ইনিংসে খোঁচা দিয়ে ফিরেছেন কোহলি। যদিও নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন কোহলি। আগামীকাল মঙ্গলবার থেকে কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট শুরু হতে যাচ্ছে। এর আগে আজ  সোমবার ম্যাচপূর্ব সাংবাদিক সম্মেলনে কোহলি নিজের ফর্মের প্রসঙ্গে বলেন, 'এটাই প্রথমবার নয়।

আগেও আমি এমন ফর্মহীনতায় ভূগেছি। এটাই বাস্তব। পৃথিবী আমাকে যেভাবে দেখে, আমি নিজেকে সেভাবে দেখি না। আমিই আমার স্ট্যান্ডার্ড তৈরি করেছি। সেই স্ট্যান্ডার্ড থেকেই আমার তুলনা হয়।' কোহলি আরও বলেন, 'সবচেয়ে বেশি গর্ব হয়, দলের জন্য কিছু করতে পারলে। খেলার মাঝে মধ্যে এমন কিছু হয়ে যায়, যা আমরা চাই না। কিন্তু আমি এটা উপলব্ধি করেছি যে, গতবছর ব্যাটার হিসাবে আমার ক্যারিয়ারে বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সেগুলো আমার মাথায় আছে। মাঝে মধ্যে আমাদের ফোকাল পয়েন্ট বদলে যায়। বাকিরা যেভাবে আমাকে দেখছে, সেভাবে আমি নিজেকে দেখলে কখনই খুশি হতাম না। আমি চিন্তিত নই। আমি বিশ্বাস করি কাউকে কিছু প্রমাণ করার নেই। আমি এমন একটা জায়গায় আছি, যেখান থেকে এই বিশ্ব আমার বিচার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন