বিশ্বজুড়ে কমেছে কনডম বিক্রি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ১৬:২৯

মহামারির দুই বছরে বিশ্বজুড়ে কনডম বিক্রি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ কনডম প্রস্তুতকারী কোম্পানি ক্যারেক্স বিএইচডি জানিয়েছে, বিগত বছর গুলোর তুলনায় গত দুই বছরে বিশ্বজুড়ে তাদের কনডম বিক্রি কমেছে ৪০ শতাংশেরও বেশি।


বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কনডম ডিউরেক্সের উৎপানদকারী প্রতিষ্ঠানের নাম ক্যারেক্স বিএইচডি। এছাড়াও বিশ্বে প্রস্তুতকৃত প্রতি ৫ টি কনডমের একটির প্রস্তুক করে থাকে মালয়েশিয়াভিত্তিক এই কোম্পানিটি।


ক্যারেক্স বিএইডির শীর্ষ নির্বাহী কর্মকর্তা গোহ মিয়াহ কিয়াত আন্তর্জাতিক বাণিজ্য পত্রিকা নিক্কি এশিয়াকে বলেন, কোম্পানির বার্ষিক আয়-ব্যায়ের হিসাব পর্যালোচনা করে তাদের পণ্য বিক্রি হ্রাসের এই তথ্য জানা গেছে।


মহামারির দুই বছরে যেখানে বিশ্বের দেশে দেশে লকডাউনসহ নানা কঠোর বিধিনিষেধের কারণে মানুষজন দিনের পর দিন বাড়িতে থাকতে বাধ্য হয়েছে, সেখানে কনডম বিক্রির হার কমে যাওয়াকে ‘বিস্ময়কর’ বলেও উল্লেখ করেছেন গোহ মিয়া কিয়াত।


তিনি আরও বলেন, কোম্পানি কৃর্তৃপক্ষের ধারণা ছিল মহামারিতে লকডাউনের কারণে কনডম বিক্রির হার ব্যাপক হারে বাড়বে, কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us