প্রশ্ন
হালকা ঠান্ডা পানি পান করলে বা ঠান্ডা বাতাসে বের হলে গলার মধে৵ কফের মতো মনে হয় এবং শ্বাসে টান লাগে; কিন্তু কফ বের হয় না। এ সমস্যা অনেক দিনের, কী করতে পারি?
শরিফুল ইসলাম
পরামর্শ
অ্যালার্জি বা কোল্ড অ্যালার্জি আছে আপনার, মৃদু হাঁপানি বা অ্যাজমা থাকাও অস্বাভাবিক নয়। ঠান্ডা লাগানো থেকে বিরত থাকবেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে দরকার হলে ইনহেলার ব্যবহার করুন।
পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা