যে আমলে গোনাহ ধুয়ে যায়

বার্তা২৪ প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ১০:২১

এমন কিছু আমল আছে, যা দ্বারা মানেুষের গোনাহ মাফ হয়। নফল ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, দান-খয়রাত ও মানবকল্যাণমূলক কাজ এসবের অন্যতম। তেমনি একটি মানবকল্যাণমূলক আমল হলো, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। এ কাজের বিনিময়ে গোসলদাতার গোনাহগুলো আল্লাহতায়ালা ধুয়ে দেন। ইসলামে মাইয়্যেতকে গোসল দেওয়ার কাজকে অনেক ফজিলতের কাজ বলে ঘোষণা করেছে।


কোনো মুমিন-মুসলমান ইন্তেকাল করলে সুন্দরভাবে তার কাফন-দাফনের ব্যবস্থা করা অন্য মুসলিমদের দায়িত্ব। কেউ এগিয়ে আসবে কবর খননের জন্য, কেউ ব্যবস্থা করবে কাফনের, কেউ গোসল দেবে মাইয়্যেতকে। এভাবে সকলে মিলে তার সুন্দর কাফন-দাফনের ব্যবস্থা করবে। জানাজায় অংশগ্রহণ করবে, তার জন্য মাগফেরাতের দোয়া করবে, দাফন পর্যন্ত উপস্থিত থাকবে। এ সবই মুসলিমের ওপর মুসলিমের হক। এ সব আমলের ভিন্ন ভিন্ন ফজিলতের কথা বর্ণিত হয়েছে হাদিস শরিফে। এর মধ্য থেকে মাইয়্যেতকে গোসল দেওয়ার ফজিলত বর্ণিত হয়েছে বিশেষ গুরুত্বের সঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us