দেশে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১১৫ শতাংশ। দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও ৭ শতাংশের কাছাকাছি। এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা গতকাল রবিবার সকাল পর্যন্ত ২৮ হাজার ছাড়িয়েছে। সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সরকার কঠোর সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ফের বন্ধ হবে কি না, সে প্রশ্নও উঠেছে। গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক নির্দেশনায় জানানো হয়েছে, ১৫ জানুয়ারির পর টিকা ছাড়া শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারবে না। আপাতত জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণে নিরুৎসাহ করছে সরকার।
ঢাকায় ভারতীয় হাইকমিশনারও বলেছেন, জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণ না করাই ভালো স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, শনাক্তের হার পৌনে ৬ শতাংশে পৌঁছে গেছে। যখন থেকে বাড়ছে, তখন থেকেই সতর্কবাণী দিচ্ছিলাম। পরিস্থিতি দেখে কয়েক দিনের মধ্যে বিধি-নিষেধের প্রজ্ঞাপন জারি করা হবে। কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। গতকাল সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আটটি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যাবিশিষ্ট হার্ট, কিডনি ও ক্যান্সার চিকিৎসার সমন্বিত ইউনিট স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।