পাকিস্তানের উত্তরাঞ্চলের মারি শহরে ভারী তুষারপাতে গাড়িতে আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা।
এদিকে অভিযোগ উঠেছে, তুষারপাতের বিষয়ে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। তবে সময়মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল সংশ্লিষ্ট একাধিক কর্তৃপক্ষ। খবর বিবিসি ও ডনের।
গতকাল শনিবার মারি শহরে তুষারপাতে প্রায় ৫০০ পরিবার আটকা পড়ে। তারা রাজধানী ইসলামাবাদের উত্তরে পাহাড়ের চূড়ায় অবস্থিত শহরটিতে শীতকালীন তুষারপাত দেখতে গিয়েছিল। তুষারপাতে ইতিমধ্যে আটকা পড়ে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে।