পাকিস্তানের খাইবার পাখতুনখোয় প্রদেশে টানা কয়েকদিন ধরে চলা ভারি বৃষ্টি ও তুষারপাতের মধ্যে পৃথক ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
প্র্রদেশটির আপার দির, খাইবার ও মারদান জেলার এসব ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে।
আপার দির জেলার মাইনা এলাকায় শনিবার সকালে একটি বাড়ির ছাদ ধসে এক নারী ও তার চার শিশু সন্তান মারা যান। শিশুদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স এক বছর আর বড়টির ১২ বছর। ঘটনার পর গ্রামবাসীরা তাদের মৃতদেহ উদ্ধার করে।
একই জেলায় নিজ বাড়িতে প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসে চাপা পড়ে আহত একজন কনস্টেবল হাসপাতালে নেওয়ার পর মারা যান।