একের পর এক বর্জনে গুরুত্ব হারাচ্ছে সংলাপ

প্রথম আলো প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ১৫:৫৪

একের পর এক রাজনৈতিক দলের বর্জনের কারণে নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সংলাপ এরই মধ্যে অনেকটা গুরুত্বহীন হয়ে পড়েছে। বর্জনকারী দলগুলো বলছে, লোকদেখানো এই সংলাপ অর্থহীন; কারণ, দিন শেষে সরকার যেটা চায়, সেটাই হবে। তা ছাড়া রাষ্ট্রপতির পক্ষে সরকারপ্রধানের পরামর্শের বাইরে যাওয়ার সুযোগও নেই।


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন গত ২০ ডিসেম্বর। ইসিতে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে গতকাল শনিবার পর্যন্ত ৩১টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ১৬টি দল অংশ নিয়েছে। বর্জন করেছে ৪টি দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও এলডিপি। বর্জনের ঘোষণা দিয়েছে আরও ৩টি দল—বিএনপি, জেএসডি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।


বর্জনকারী দলগুলোর ভাষ্য, ২০১২ ও ২০১৬ সালেও ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ হয়েছিল। ওই দুই সংলাপে অংশ নিয়ে তারা যেসব প্রস্তাব দিয়েছিল, তার কোনোটাই মূল্যায়ন করা হয়নি। ফলে নতুন করে বলার কিছু নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us