ঢাকার গুলিস্তানে সড়কে নিহত হলেন দুজন। শনিবার সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয় বলে পুলিশ জানিয়েছে। মেয়র হানিফ ফ্লাইওভারের ঠিক নিচেই এই দুর্ঘটনা ঘটেছে।
ওয়ারী থানার এসআই রাজীব চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘলা পরিবহন নামের একটি বাস পৌনে ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠে পড়ে।
ফ্লাইওভার থেকে নামার পরপরই বাসটি ‘ব্রেক ফেল করে’ বলে জানান তিনি। এতে বাসেরও ১০-১২জন যাত্রী আহত হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বাসটি আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাজীব।