চরশাখাহাতী ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠাকাল ১৮৮৯। রমনা ১ নম্বর, বজরা দিয়ারখাতা ও চিলমারী ১ নম্বর। তিনটিই সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠাকাল যথাক্রমে ১৯০৪, ১৯০৫ ও ১৯১৬। চিলমারীর মতো সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত স্কুল-কলেজের অধিকাংশই হয়েছে জনগণের উদ্যোগে। তাঁদের সন্তানেরা যাতে একটু শিক্ষা পায়—এমন আশায় স্কুল-কলেজে জমি দিয়েছেন। অথচ ব্রহ্মপুত্রের চরে এটা নিয়ম হয়ে গেছে—শিক্ষিত হলেই সেই সন্তান আর চরে থাকবে না, আর নিজ বাপ-চাচাকে ছোট জানবে।
২.
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সভাপতি পদে যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে স্নাতক পাস। ওপরের স্কুল চারটির মধ্যে রমনা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া বাকি তিনটিতেই সভাপতি পদে স্নাতক পাসধারী লোক পেতে রীতিমতো অনুসন্ধান চালাতে হয়েছে। আর চারটির একটিতে ফৌজদারি মামলার আসামিকে সভাপতি করা হয়েছে।