শীতে অনেকেরই পা ঘামে। সেই ঘাম থেকে দুর্গন্ধও হতে পারে। তবে এটা মানতে হবে যে, পা ঘামার বড় কারণ পা ঢাকা জুতা পরা। সারা গায়ে কম ঘাম হলেও পা ঘামে ভিজে যায়। তবে এই ঘাম মানেই যে তাতে দুর্গন্ধ হবে, তেমন নয়। দুর্গন্ধও নির্দিষ্ট কিছু কারণ আছে। এমনকী অনেকের ক্ষেত্রে জুতা না পরলেও ঘাম হয়। তাতেও দুর্গন্ধ হয়।
কেন পায়ে দুর্গন্ধ হয়? যেসব কারণ রয়েছে এর পেছনে-
ঘাম: এটাই দুর্গন্ধের সবচেয়ে বড় কারণ। সারা শরীরের থেকে পায়ের পাতায় বেশি ঘর্মগ্রন্থি থাকে। তাছাড়া অনেকে হাইপারহাইড্রোসিস নামক সমস্যায় আক্রান্ত হন। তার ফলে প্রচণ্ড ঘাম হয়। বংশগত কিংবা বিশেষ ওষুধের কারণেও এটি হতে পারে।
অপরিচ্ছন্নতা: অনেকেই এক মোজা না ধুয়ে দীর্ঘদিন ধরে পরতে থাকেন। তাদেরও পায়ে দুর্গন্ধ হতে পারে।
জীবাণু: বিশেষ কিছু জীবাণুর কারণেও এই সমস্যা হতে পারে। এর মধ্যে রয়েছে ব্রেভিব্যাক্টেরিয়াম এবং প্রোপিওনি ব্যাকটেরিয়া। ঘামে এগুলো বাড়ে এবং দুর্গন্ধ সৃষ্টি করে।