অ্যাশেজের প্রথম তিন টেস্টের মতো চতুর্থ টেস্টেও ইংলিশ ব্যাটিং লাইনআপ ধুঁকছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪১৬ রানের জবাব তারা দিতে পারছে না। আজ শুক্রবার টেস্টের তৃতীয় দিন ২৫৮ রান তুলতে পারলেও ইংলিশদের ৭ উইকেটের পতন হয়েছে। এখনাে তারা পিছিয়ে আছে ১৫৮ রানে। সবার বিপরীতে দাঁড়িয়ে দারুণ সেঞ্চুরি তুলে নিয়েছেন জনি বেয়ারস্টো। ইতিমধ্যে অ্যাশেজ হেরে বসা ইংলিশরা কি সম্মান বাঁচাতে পারবে?
চলতি অ্যাশেজে ইংলিশ অধিনায়ক ছাড়া কারাে ব্যাটই ভরসা হয়ে উঠতে পারছিল না। সেই তিনি শূন্য রানে ফিরে যেতে সিঁদুরে মেঘ দেখছিল ইংল্যান্ড। কিন্তু একটা সময় ৩৬ রানে ৪ উইকেট হারিয়েও বেন স্টোকস এবং জনি বেয়ারস্টোর সৌজন্যে তারা লড়াইয়ে ফিরে আসে। এদের মাঝে বেন স্টোকস শুরুতে ভাগ্যের জোরে বেঁচে যান। ক্যামেরন গ্রিনের বল তাঁর উইকেটে লাগলেও বেল পড়েনি। পরে ৬৬ রান করে তিনি নাথান লায়নের বলে আউট হয়ে যান।