অষ্টাদশ শতকের গোড়ার দিকের কথা। মেরি টফট নামে ২৫ বছর বয়সী এক নারী দাবি করলেন, তিনি খরগোশ জন্ম দিয়েছেন। পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনকে তো বটেই, এমনকি বিশ্বাস করিয়ে ছাড়লেন চিকিৎসকদেরও!
হ্যাঁ, ঠিকই পড়েছেন। রীতিমতো সমাজে প্রভাবশালী, সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন চিকিৎসকরাও মেনে নিলেন, আসলেই খরগোশের মা হয়েছেন মেরি!
মেরির এই অভাবনীয় মাতৃত্বের খবর গোটা ইংল্যান্ডের নজরে আসে ১৭২৬ সালের অক্টোবরের শেষ দিকে, যখন লন্ডন পর্যন্ত পৌঁছে যায় এ খবর।