ফুসফুস কিংবা শ্বাসনালিতে সংক্রমণ বা প্রদাহকে নিউমোনিয়া বলা হয়। ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণে যেমন নিউমোনিয়া হতে পারে, তেমনি খাদ্যকণা ও বিভিন্ন তরল খাদ্যনালির পরিবর্তে ফুসফুস কিংবা শ্বাসনালিতে গিয়ে প্রদাহ সৃষ্টি করেও হতে পারে। একে বলে অ্যাসপিরেশন নিউমোনিয়া।
যেভাবে হয়
কোমায় থাকা, স্ট্রোক কিংবা মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত ব্যক্তি অচেতন কিংবা অর্ধচেতন হয়ে গেলে দুর্বল গ্যাগ রিফ্লেক্সের জন্য অ্যাসপিরেশনের ঘটনা ঘটে। বার্ধক্যে ডিমেনসিয়ার কারণে অনেকের খাবার গিলতে সমস্যা হয়। এসব কারণে অনেক সময় খাবার ফুসফুসে চলে যায়। এ ছাড়া ওষুধ, অসুস্থতা, বা অস্ত্রোপচারের সময় অ্যানেসথেশিয়ার ওষুধ প্রয়োগে গ্যাগ রিফ্লেক্স দুর্বল হতে পারে।