বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) বয়ঃসন্ধিকালীন যৌন, প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং সবার জন্য লিঙ্গসমতা নিয়ে নির্মিত ‘শাহানা কার্টুন’ শ্রেণিকক্ষে ব্যবহারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি মাউশি থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নিঃসন্দেহে উদ্যোগটি সময় উপযোগী এবং প্রশংসনীয়। কারণ, বয়ঃসন্ধিকালীন এই সময়ে শিশুদের উক্ত বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা খুব জরুরি। এটাকে জীবন দক্ষতা হিসেবেও গণ্য করা যেতে পারে।
বিশেষ করে, আমাদের দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রমে বিগত দিনে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক পাঠের যথার্থ ঘাটতি বিদ্যমান ছিল। খুবই আশার কথা হচ্ছে, সম্প্রতি সরকার ঘোষিত নতুন শিক্ষাক্রম ফ্রেমওয়ার্কে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক একটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক এ সমস্ত বিষয়াদি প্রাধান্য পাবে এটি নিঃসন্দেহে বলা যেতে পারে। তবে বয়ঃসন্ধিকালীন যৌন, প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং সবার জন্য লিঙ্গসমতা বিষয়ে দক্ষতা অর্জনের জন্য শুধুমাত্র ‘শাহানা কার্টুন’ শ্রেণিকক্ষে ব্যবহারের মাধ্যমেই সীমিত না রেখে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সম্বলিত পাঠ মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।