পত্রিকা হাতে নিয়েই মনটা ভালো হয়ে গেল, প্রধানমন্ত্রী ওদের বকে দিয়েছেন। ওরা কারা? ওরা হলো তাঁর আদরের ছাত্রলীগের কর্মীরা! বেশ করেছেন। মাস্ক ছাড়া কেন কোনো ‘গ্যাদারিং’-এ যাবে এখন? সময়টা করোনার। তার ওপর ওমিক্রন-আতঙ্ক।
সেদিন ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। ছাত্রলীগের হাজার হাজার কর্মী র্যালি বের করেছিলেন রাজধানীজুড়ে। সেটাকে আনন্দ মিছিল বলা ভালো অবশ্য। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এক বক্তব্য দেন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সেই বক্তব্যেই ছাত্রলীগের নেতা-কর্মীদের খানিকটা আদরের সঙ্গেই শাসন করে দিলেন তিনি, ‘চমৎকার র্যালি করেছো তোমরা, একটু খুঁত আছে। কারও মুখে মাস্ক ছিল না।’