রাজশাহীর রাজপাড়া এলাকায় ঘুমন্ত স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগী নারী মহিষবাথান প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার (৫ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর নাম ফাতেমা খাতুন (৩৭)। স্বামী সাদিকুল ইসলাম কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন দগ্ধ স্কুলশিক্ষকের ছোট বোন নূর জাহান খাতুন। নূর জাহানের ভাষ্যমতে, ফাতেমা নগরীর মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।